মুন্সীগঞ্জে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরন
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ২১:২০ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:০১
মুন্সীগঞ্জে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নুরপুর পঞ্চায়েত পচু বেপারী ওয়াকফা এষ্টেট ই,সি পক্ষ থেকে নুরপুর নতুন জামে মসজিদ প্রঙ্গনে এক শতাদিক পরিবারের মাঝে এই কম্বল বিতরন হয়।
এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন নুরপুর পঞ্চায়েতের মোতাওয়াল্লী মোঃ জব্বার বেপারী, এসময় বিশেষ অতিথি ছিলেন মিরকাদিম পৌর নাগরিক কমিটি শেখ মনিরুজ্জামান শরিফ, মোঃ শরিউতউল্লা, মোঃ লিটন জমিদার, মোঃ রিপন মুন্সী, মোঃ রাতুল, মোঃ সিয়াম, মোঃ তোফাজ্জল সহ আরো অনেকেই।
প্রধান অতিথির মোঃ জব্বার বেপারী বলেন ,হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরন করতে পেরে আমরা খুশি । আগামী তে আমাদের উদ্দ্যেগ অব্যাহত থাকবে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত