মুন্সীগঞ্জের সাথে জেলার অন্যান্য উপজেলার বাস সার্ভিস চালুর আবেদন
প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ২০:০৯ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭
মুন্সীগঞ্জ জেলা শহর থেকে শ্রীনগর, সিরাজদিখান,লৌহজং এবং গজারিয়া উপজেলা সমুহের যোগাযোগ ব্যবস্হার তেমন কোন উন্নতি হয়নি। এই অঞ্চলের জনগনের যোগাযোগের এক মাত্র মাধ্যম হলো সিএনজি ও অটো সার্ভিস। এগুলো নিয়ন্ত্রণে রয়েছে স্হানীয় পর্যায়ের কতিপয় সুবিধাবাদী নেতা। জনগণের দিকে তাঁকানোর কারো কোন সময় নেই। বর্তমানে সিএনজিতে ভাড়া জনপ্রতি ১০০ টাকা। যাত্রী ড্রাইভার ছাড়া ৫ জন। প্রতিদিন শত শত ট্রিপ দিয়ে যাচ্ছে। যাত্রি সেবার নাম করে প্রতিদিন হাজার হাজার টাকা কামিয়েও নিচ্ছে এই সিন্ডিকেট। এ থেকে উত্তোরণের লক্ষ্যে এ অঞ্চলের মানুষের মুক্তির জন্য একটা নতুন রুট তৈরী করতে হবে যা শুরু হবে বাঘড়া- বালাসুর- শ্রীনগর- ছনবাড়ী- ইছাপুরা- রিকাবীবাজার- মুন্সীগঞ্জ শহর পর্যন্ত।তাহলে সাধারন মানুষ একটা স্বাধীন এবং জনগণের সাধ্য মত চলাচলের পথ উন্মুক্ত হবে বলে আমরা মনে করি। প্রতিদিন হাজার হাজার মানুষ জেলা শহরে তাদের বিভিন্ন কাজে যেতে হয়। তবে এর বেশীর ভাগ জমি সংক্রান্ত মামলা নিয়ে বছরের পর বছর জেলা শহরে হাজিরা দিতে হচ্ছে। জেলার প্রশাসনিক দফতরে বিভিন্ন অঞ্চলের মানুষ তার প্রয়োজনে যেতে বাধ্য। তাই এই পথকে আরো গতি আনার লক্ষ্যে বাঘড়া- বালাসুর- শ্রীনগর- ছনবাড়ী- ইছাপুরা- রিকাবীবাজার- মুন্সীগঞ্জ শহর পর্যন্ত বাস সার্ভিস চালু করার জরুরী দাবি জানাচ্ছি। এই জন্য শ্রীনগর, লৌহজং, সিরাজদিখান এবং গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারসহ মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত