তৃতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচন

মুন্সীগঞ্জের শ্রীনগরে কিসমত ও সিরাজদিখানে আওলাদ চেয়ারম্যান নির্বাচিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ১৩:৪৭ |  আপডেট  : ৩ মে ২০২৫, ১৪:৪৮

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল (বুধবার) দুই উপজেলার ১৮৯ টি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নবীন ভোটারদের ভোট প্রদান ও উচ্ছাস পরিলক্ষিত হয়েছে। 

শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে এম মাহবুব উল্লাহ কিসমত দোয়াত-কলম মার্কায় ৫৭ হাজার ২৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ মার্কার মো. মশিউর রহমান মামুন (বর্তামান উপজেলা চেয়ারম্যান) পেয়েছেন ৪৯ হাজার ৬৪০ ভোট।

এদিকে সিরাজদিখান উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওলাদ হোসেন মৃধা আনারস মার্কায় ৪৬ হাজার ১৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে মঈনুল হাসান নাহিদ পেয়েছেন  ৪২ হাজার ১৮ ভোট।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত