মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ১৬:৪২ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২৩:২৪
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে লৌহজং উপজেলা পরিষদে উপজেলার ১০ টি ইউনিয়নের ৭৬ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নাহিদ রসুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম ও উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত