মুন্সীগঞ্জের মিরকাদিমে বসতঘর থেকে দুই মাসের ছেলেকে চুরি!

  মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:২৮

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৭টার দিকে পৌরসভার গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে। আজান ওই এলাকার মো. শরীফের ছেলে।

শিশুটির নাম আজান। সে নারায়ণগঞ্জের পাগলা এলাকার মো. শরীফ হোসেনের ছেলে। আজান জন্মের কয়েক দিন আগে থেকে শরীফের স্ত্রী শ্রাবণী বেগম মিরকাদিমের গোপালনগর এলাকার বাবার বাড়িতে ছিলেন।

চুরি হওয়া শিশুটির মামা মো. মুক্তার হোসেন বলেন, আজ সকালে শ্রাবণী তাঁর দুই মাসের ছেলে আজানকে বসতঘরের খাটে ঘুমন্ত অবস্থায় রেখে শৌচাগারে যান। এ সময় বাড়ির অন্যান্য লোকজনও ঘরে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর শ্রাবণী ঘরে এসে দেখেন, তাঁর ছেলে নেই। চুরি হয়ে গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত