মুন্সীগঞ্জের দুই সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান

  মুন্সীগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১১:৩৬ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ০২:৫৮

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় মুন্সীগঞ্জের দু'জন সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করলেন হালদার গ্রুপ। সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন, দৈনিক আলোকিত সকালের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ লিটন মাহমুদ ও দৈনিক বাংলাদেশ সমাচারের  মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আনিছুর রহমান রলিন।

গত ১০ অক্টোবর সন্ধ্যায় হালদার গ্রুপ এর হেড অফিস লৌহজংয়ের  মাওয়ায় এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষ বিশেষ কর্মক্ষেত্রের জন্য  সম্মাননা  প্রদান করা হয়েছে।

সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার বলেন , সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাদের সম্মান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি  । তাই এ বছর  আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করছি।

কা/আ

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত