মুন্সীগঞ্জের তরুন এশিয়ান গেমসে ক্রিকেটার আলোচনায় শীর্ষে মারুফ মৃধা
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৭
মুন্সীগঞ্জের জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকার মারুফ মৃধা বর্তমানে রয়েছেন আলোচনার শীর্ষে। যুব এশিয়ান গেমসে অনুর্ধ্ব ১৯ ক্রিকেটে ভারতকে হারিয়ে বাংলাদেশের হয়ে খেলা মুন্সিগঞ্জের সন্তান মারুফ মৃধা এখন আলোচনায়।
ভারতের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার পান মুন্সিগঞ্জের এই কৃতি সন্তান। আগ্রাসী বোলিং, উইকেটের পর উদযাপনের ভঙ্গিমা কিংবা বোলিং বৈচিত্র্য সবমিলিয়ে মারুফের প্রতি মুগ্ধতা ছিল সকলের।
এবারের যুব আসরে মারুফ মৃধা ৪ ম্যাচে ম্যাচপ্রতি গড়ে ১১.৪০ রান খরচায় ও ৩.৫৬ ইকোনমিতে নিয়েছেম ১০ উইকেট। যেখানে টাইগার এই পেসারের সর্বোচ্চ বোলিং ফিগার ৪১/৪। যা তাকে যুব এশিয়া কাপে উইকেট শিকারির তালিকায় ৩ নম্বর স্থান দিয়েছে। সম্ভাবনাময় ঐতিহাসিক জনপদ মুন্সিগঞ্জের ক্রিকেট প্রেমিরা এরকম দুর্দান্ত ক্রিকেটার পেয়ে খুবই খুশি। সামনে আরো ভাল করবে আশাবাদী ক্রিকেট প্রেমীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত