মুন্সীগঞ্জের গজারিয়ায় ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর সাপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১৬:১৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৪০

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কৃষকের জালে ৯ ফুট লম্বা অজগর সাপ আটকা পড়েছে। অজগরটি একনজর দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভিড় জমে।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার পুরান বাউশিয়া দক্ষিণপাড়া গ্রামের মিয়াজী বাড়ির পেছনের ডোবা থেকে অজগরটি ধরেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ভোরে মিয়াজী বাড়ির ডোবায় অজগরটি দেখতে পান তারা। দ্রুত এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি সাহস করে অজগরটি ধরে বস্তাবন্দি করেন।

স্থানীয় কৃষক মাহফুজ মিয়া বলেন, সকালে তার বাড়ির পাশের ডোবায় পেতে রাখা জালে অজগরটি দেখতে পান তিনি। সাপটি দেখে প্রথমে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে লোকজন দলে দলে সাপটি দেখতে ছুটে আসতে থাকেন। পরবর্তীতে তারা উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি জানান।

উপজেলা বন কর্মকর্তা আসাদুজ্জামান শফি বলেন, আমরা সাপটি উদ্ধার করেছি। আমাদের ঢাকা অফিস থেকে লোকজন আসছে। আমরা তাদের হাতে সাপটি তুলে দেব। তারা তাদের সুবিধামতো জায়গায় সাপটি ছেড়ে দেবে। 

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত