মুন্সীগঞ্জের একদিনে তিনজনের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ | আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে একদিনে তিনটি পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলের মৃত্যু, রহস্যজনকভাবে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার এবং রেললাইনের পাশে অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের দেওয়ানপাড়ায় মাদকাসক্ত ছেলে আব্দুল আহাদ (৩৪) বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে ছুরি হাতে বাবাকে আক্রমণ করতে গেলে আবুল হোসেন (৬৫) আত্মরক্ষার্থে তার কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে বুকে ও পেটে আঘাত করেন। ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় এবং বাবাকে আটক করে।
এদিকে সোমবার সকালেই উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রাম থেকে মামুন কাজী (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
অন্যদিকে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা সকাল সাড়ে আটটার দিকে ঘোলঘর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করে। শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার ও ছেলের খুনের পৃথক ঘটনা দুইটি থানা পুলিশ তদন্ত করছে। রেলে কাটা নারীর বিষয়টি রেল পুলিশ দেখছে। সর্বোপরি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত