মুন্সিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জনি-জাকির পরিষদ বিজয়ী
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ২২:০৯ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮
সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ জেলার কার্যনির্বাহী পরিষদ ২০২২ - ২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে ভোট প্রদানের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী বেছে নিয়েছেন। ১৫ জানুয়ারি শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
ভোটগ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আরিফ উল ইসলাম। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পদে বিজয়ী সাব্বির হোসেন জাকির ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং গোবিন্দ মন্ডল পান ৭১ ভোট।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি পদে এডভোকেট সুজন হায়দার জনি ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম ঢালী পান ৮৮ ভোট।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই নির্বাচন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মুন্সিগঞ্জ চত্বরে শনিবার সকাল থেকে বসেছিল সংস্কৃতি সেবি ও শিল্পীদের মিলনমেলা৷ উৎসবমুখর পরিবেশে ৬২ টিসংগঠনের তিনজন করে মোট ১৮৬ জন ভোটারের মধ্যে অধিকাংশ ভোটার ভোট প্রদান করেন। একই সাথে বিভিন্ন সংগঠনের সংস্কৃতিকর্মীরা মিলন মেলায় উপস্থিত হয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। এর আগে প্রার্থীরা বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন। বাকি পদগুলো সকলের ঐক্যমতের ভিত্তিতে সিলেকশন করা হবে৷
গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি সংস্কৃতিকর্মীদের পাশে থাকবে এবং সুস্থ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখবে বলে উপস্থিত সকল সংস্কৃতি কর্মীরা আশা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত