মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমীরের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৭:৩৬ | আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২০:৫০

মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমীর আজম রুহুল কুদ্দুস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ঝিকুট ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে এক কমিউনিটি সেন্টারে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ফাউন্ডেশনের প্রতিনিধি দল শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আমীরকে অবহিত করেন। তারা জেলার তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পরিকল্পনাও তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তা সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল এর নেতৃত্বে স্টাফ রিপোর্টার ও ফাউন্ডেশনের অফিস সম্পাদক আসিফ বাধন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত