নন্দীগ্রামে গোয়াল ঘরের সিঁদ কেটে গাভী চুরি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৭:৩৩ | আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২১:০২

বগুড়ার নন্দীগ্রামে গোয়াল ঘরের সিঁদ কেটে একটি গাভী চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনা ঘটে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে।
জানা গেছে, গত বুধবার (১৫ অক্টোবর) রাতে সিংজানী গ্রামের উত্তরপাড়ার কৃষক আমিরুল ইসলাম (৪২) প্রতিদিনের ন্যায় তার বাড়ির বসত ঘর সংলগ্ন মাটির গোয়াল ঘরে বিদেশী ক্রস জাতের ১টি গাভী রেখে ঘুমিয়ে পড়ে। এরপর গভীররাতের যেকোনো সময় চোরেরা গোয়াল ঘরের সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে গভীটি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য হবে ১লক্ষ টাকা। খবর পেয়ে বৃহস্পতিবার নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, গরু চুরির ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ প্রেরণ করেছিলাম। আমরা চুরি হয়ে যাওয়া গরুটি উদ্ধার করার চেষ্টা করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত