মুন্সিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা
প্রকাশ: ১৯ জুন ২০২২, ১৪:৩০ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫১
আজ রবিবার মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা শাহ আবদুর রহিম নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মৃনাল কান্তি দাস বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, এসপি আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায়, হাজী আবদুস সালাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক রুহুল আমিন,বারের সভাপতি এড, অজয় চক্রবর্তি, সুবীর চক্রবর্তি, সমর ঘোষ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে গুজব হতে সবাইকে দুরে থাকার পরামর্শ প্রদান করা হয়। বক্তারা সকল অপশক্তি সবসময় গুজবে ভর করে দেশে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফায়দা লুটে।
মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশে আবাহমান কাল ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাস করছে। একে অপরের উৎসবে যোগদেন। অপশক্তি মাঝে মাঝে নানা ই্যশুতে সমস্য বাধায়। সকলকে সজাগ দৃষ্টি রেখে পথ চলতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত