কঠোর অবস্থানে প্রসাশন 

মুন্সিগঞ্জে ভোট কেন্দ্র হবে উৎসবমুখর আর ভোটারদের

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১৫:৩৪ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১১:০৬

আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের ৪র্থ ধাপ নির্বাচনকে উংসবমুখর ও শান্তিপূর্ণ করতে লৌহজং ও সিরাজদিখান উপজেলা প্রশাসন সহ মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। 

ইতিমধ্যে আচরণবিধি ও নির্বাচনি ক্যাম্প আইন মোতাবেক হচ্ছে কী-না তা পর্যবেক্ষন করে জরিমানা  আদায় ও সর্তক করা হচ্ছে। ঝুঁকিপুর্ন কেন্দ্র গুলোর তালিকা করা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট  ব্যক্তি জানান " প্রশাসন কোন কেন্দ্রকে আলাদা করে ঝুঁকি বা কম ঝুঁকি  বলে চিহ্নিত করতে চায় না। সকল কেন্দ্রে শান্তিপুর্ন ভোট অনুষ্ঠান করাই তাদের লক্ষ্য।

কোন কেন্দ্রে  চেয়ারম্যান মেম্বার পদপ্রার্থী থাকলেই নয় বা যেখানে চেয়ারম্যান পদপ্রার্থী থাক না থাক ভোট কেন্দ্র থাকলেই ভোটারদের শান্তিপূর্ণ  ভোট প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন করবে। 

ভোটকেন্দ্র হবে উংসাহ মুখর। জনগণ তাদের পছন্দ মোতাবেক প্রার্থী বেছে নেবেন। ইতিপূর্বে  শ্রীনগর, টংগীবাড়ী,  মুন্সিগঞ্জ সদরের মত জেলার বাকি নির্বাচন গুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে প্রশাসন তাদের কাজ করে যাচ্ছে। 

এ বিষয়ে সকল প্রার্থী  ও জনগণকে সজাগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য প্রশাসনের পক্ষ  হতে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত