মুন্সিগঞ্জে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
প্রকাশ: ৬ আগস্ট ২০২৩, ১১:০৯ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৬
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ডহরী-তালতলা খালের খিদির পাড়া ইউনিয়নের রসকাঠি এলাকার গুদারাঘাটের নিকট বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে ৮ জন নিখোঁজের খবর পাওয়া গেছে এবং নিহত ৫ জনের লাশ উদ্বার করেছে এলাকাবাসি । এর মধ্যে ১জন নারী ৪ জন পুরুষের লাশ উদ্বার করা হয়েছে । আহত ৪ জনকে টঙ্গীবাড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানান ।
লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েশ উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ৮ টায় বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারের মুখোঁমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসি ও প্রশাসনের লোকজন উদ্বার কাজ চালাচ্ছে । তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত ট্রলারটি বালুবাহী বাল্ক হেডের ভিতরে ঢুকে রয়েছে পানির নিচে । ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন উদ্বার কাজ চালাচ্ছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান পিকনিকের ট্রলারটি পদ্মা নদী ঘুরে নিজ এলাকা লৌহজংয়ের খিদির পাড়া ইউনিয়নের রসকাঠী গ্রামে যাচ্ছিল । ট্রলারে প্রায় ৪৬ জন যাএী ছিলো বলে জানা যায় । লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ডা: মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, বিষয়টি খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনা স্থলে ছুটে যাই এবং দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধারের কাজ চালাচ্ছি এবং বিষয়টি তদন্ত চলছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত