মুন্সিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১৯:২৫ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২৩:০৭
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়াল ইউনিয়ন মরহুম জাবির নওশাদ খানের অকাল মৃত্যুতে প্রতিষ্ঠিত সংগঠন নিরাপদ চিকিৎসা চাই এর ৪ র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আড়িয়াল কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এই ফ্রি মেডিকেলে বাদল মিজি স্পেশালাইজড্ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার ৩০০ জন রোগীর মাঝে সংগঠনের নিজস্ব অর্থায়নে এবং বাদল মিজি স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ করেন। রোগীদের বিনামূলে ঔষধ ও চিকিৎসা প্রধান করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ জয়নাল আবেদীন সুজন,বাদল মিজি স্পেশালম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম কবির। নিরাপদ চিকিৎসা চাই জেলা কমিটির সভাপতি মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক শেখ এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই কেন্দ্রিয় যুগ্ম সচিব মোঃ রবিন আহম্মেদ, বাদলমিজি স্পেশালাইজড হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান হারুন অর রশিদ বাদল মিজি, নিরাপদ চিকিৎসা চাই সাধারণ সম্পাদক মোঃ অনিক শেখ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত