মুন্সিগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

  শেখ সাইদুর রহমান টুটুল

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২২:৪৭

লৌহজং উপজেলার কাজির পাগলা গ্রামে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগে সম্পূর্ন কারখানাটি পুড়ে যায় এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাক্ষনিক ভাবে জানা গেছে।

এলাকাবাসি জানান, রবিবার সন্ধ্যা সোয়া ৭ টায় উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের কাজির পাগলা গ্রামের রেজাউল করিম রনির প্লাস্টিক কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও লৌহজং ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌছায়। 

এলাকাবাসির ধারণা প্লাস্টিক গলানোর চুল্লি থেকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। লৌহজং ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় কাজির পাগলা গ্রামে একটি প্লাস্টিকের কারখানায় আগুনের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌছাই এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে রাত ৮.৩০ টায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা হয়। রাত সাড়ে ৮ টায় কারখানায় লাগা আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে আসে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত