মুন্সিগঞ্জে নানা আয়োজনে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৯:৪৭ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:১৮
সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জে যথাযথ মর্যাদায় দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৩) জুন বিকেল ৪ টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির মধ্যে ছিল- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র্যালি, বিশেষ আলোচনা সভা এবং কেক কাটা।
জেলা সদরের সুপার মার্কেট অধিনস্ত মুক্তিযোদ্ধা ভবনের প্রধান সড়কে জেলা আওয়ামীলীগের আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. সোহানা তাহমিনা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ মো. মহিউদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরে আলম , সাধারন সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান , যুগ্ম সধারন সম্পাদক মো. কাশেম , সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ , উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফছার উদ্দিন ভুইয়া , শহর আওয়ামীলীগ সভাপতি এড .আব্দুল মতিন , সাধারন সম্পাদক সাইদুর রহমান ভুইয়া, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী তহুরা জামান জোসনা , সাধারন সম্পাদক এড. সামশুন নাহার শিল্পী , জেলা আওয়ামীলীগ সদস্য সাইফুল বিন সামাদ শুভ্র , আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এড. শাহিন মোহাম্মদ আমানুল্লাহ , সাবেক পৌর মেয়র মিরকাদিম শহিদুল ইসলাম শাহিন , বজ্রযোগিনী ইউপি চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম ।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৭৩ পাউন্ড কেক কাটা হয়। আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল , উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া , পৌর ছাত্রলীগ সভাপতি নছিবুল ইসলাম নোবেল , সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগর সহ আরো অনেকে।
অনুষ্ঠানে যুবলীগ , ছাত্রলীগ , শ্রমিকলীগ , স্বেচ্ছাসেবকলীগ ,কৃষকলীগ , মহিলা আওয়ামীলীগ ,যুব মহিলা লীগ , উপজেলা আওয়ামীলীগ , শহর আওয়ামীলীগ , শহর ছাত্রলীগ , পৌর ছাত্রলীগ , সহ আওয়ামীলীগের সকল সহযোগি অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত