মুন্সিগঞ্জের সিরাজদিখানে মহিলালীগ নেত্রীর ছেলেকে মাদকসহ গ্রেপ্তার
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১৬:৪৭ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:১১
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইউনিয়ন যুব মহিলালীগের নেত্রীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রবিন শেখ ওরফে ক্যাপ রবিনকে (৩৭) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ ।
রবিবার রাত সাড়ে ৮ টার দিকে মধ্যপাড়া ইউনিয়নের পুর্ব কাকালদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশ রবিনের দেহে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। রবিন মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের পুত্র ও তার মা পারভীন বেগম মালখানগর ইউনয়নের যুব মহিলালীগের যুগ্ন আহবায়ক। সিরাজদিখান থানা যুব মহিলালীগের যুগ্ন আহবায়ক রুপা আক্তার জানান,পারভীন আপা মালখানগর ইউনিয়নের যুব মহিলালীগের যুগ্ন আহবায়ক, কিন্তু তার ছেলে মাদক ব্যবসায়ী কিনা সেটা আমার জানা নেই।
সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সুমন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রবিনকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদক মামলা হয়েছে এবং আসামীকে সোমবার মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত