মুন্সিগঞ্জের লৌহজং থানায় এ্যাবা গ্রুপের পুলিশ ভ্যান উপহার
প্রকাশ: ২১ জুন ২০২২, ২০:১১ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৯
সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশকে সহযোগিতার অংশ হিসেবে জননিরাপত্তার কাজে ব্যবহারের জন্য Mitsubishi পুলিশ ভ্যান দিয়েছেন এ্যাবা গ্রুপ।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম এর কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এ্যবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন মৃধা।
আজ ২১ জুন মুন্সিগঞ্জের লৌহজং উত্তর থানায় গাড়িটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এ্যাড. মৃণাল কান্তি , মুন্সীগঞ্জ- ১ আসনের এমপি মাহী বি চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কাজী নাহিদ রসুল, ঢাকা রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি জিহাদুল কবীর, লৌহজং থানার অফিসার ইনচার্জ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত