মুন্সিগঞ্জের অস্ত্রসহ বিকাশ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৩৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৭

মুন্সিগঞ্জের শ্রীনগরের বাঘড়া এলাকা থেকে বিকাশ গ্রুপের ৩ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো– রাহাত তালুকদার, বায়েজিদ ও তরিকুল ইসলাম। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুমউদ্দিন চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিক্তিতে বিকাশ গ্রুপের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। অস্ত্র আইনে অপরাধীদের নামে মামলা করা হয়েছে।’

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত