মুজিবশতবর্ষ উপলক্ষে কাউনিয়ায় আনসারও ভিডিপির বৃক্ষ রোপন অভিযান

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২১, ১৬:৫১ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির কেন্ত্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি এর পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি ২০২১ মঙ্গলবার পালন করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে কাউনিয়া উপজেলার ১টি পৌরসভা সহ ৬টি ইউনিয়নের ৮৪টি গ্রামে আনসার ও ভিডিপি সদস্যর মাঝে ২টি করে মোট ১৬৮টি বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা ক্যাম্পাসে গাছের চারা বিতরণ করেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ তাহেরা সিদ্দিকা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ তাজমুল হক সরকার সহ ইউনিয়ন ও ওয়ার্ড দলপতি, দলনেত্রী ও আনসার ও ভিডিপি সদস্যগণ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত