মুজিবনগরে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১০:০৬ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৬:১৩

মুজিবনগর থানা পুলিশ ইয়াবাসহ সবুজ মিয়া(২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে । গত শুক্রবার দিবাগত রাত ১:৪৫ মিনিটের দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের খালপাড়া বাবুল শেখের বসত বাড়ির দক্ষিন পাশের খেলার মাঠ থেকে তাকে আটক করা হয়। আটককৃত সবুজ মিয়া মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

থানা সূত্রে জানা গেছে,সবুজ মিয়া ইয়াবা বিক্রির উদ্যেশে কোমরপুর খালপাড়া বাবুল শেখের বসত বাড়ির দক্ষিন পাশের খেলার মাঠে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই বিপ্লব কুমার হালদার, এস আই সুবাস,এএসআই নাজমুল সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে সবুজকে দেখতে পেলে তার শরীর তল্লাশী করে তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।পরে তাকে আটক করে মুজিবনগর থানায় নিয়ে আসা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল বলেন,আটককৃত ব্যাক্তির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পক্রিয়াধীন চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত