মুগদা জেনারেল হাসপাতালে আগুন

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১৩:৫৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:১৫

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতালের ছয়তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার মো. রায়হান এই তথ্য জানান। 

মো. রায়হান আরও জানান, আগুন লাগার খবর পেয়ে বেলা পৌনে ১২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। বেলা ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।

কীভাবে আগুনের সূত্রপাত্র হলো, আগুনে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আগুনের সূত্রপাত বা আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতিসহ অন্যান্য বিষয় তারা খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত