মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কাউনিয়ায় বিএনপির মানববন্ধন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ১৮:৪৮ |  আপডেট  : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭

পুলিশ কর্তৃক রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অকিবুল মনু, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীম সহ নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার বিকালে কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়ে ঘন্টা ব্যাপী উপজেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, সারাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান, হারাগাছ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ বিএসসি, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডঃ মোজাহারুল আলম বাবলু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জামিনুর রহমান, শাহজামাল, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহিম, সিনিয়র যুগ্ন আহবায়ক রহিম ছোট, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু,যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, মোশাররফ হোসেন রকসি, রেজাউল কবির পিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির খোকন, আলমগীর চৌধুরী লিটন, উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আলম বেপারী,উপজেলা স্বেচ্ছাসেবক নেতা বাবু, জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মতিয়ার রহমান প্রমুখ। মানববন্ধনে নেতাকর্মীরা জেলা বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত