মাহী বি.চৌধুরীর সাথে শ্রীনগর প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

  নজরুল ইসলাম, (শ্রীনগর) মুন্সীগঞ্জ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ১০:০৬ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:১৮

মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি.চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শ্রীনগর প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ। শুক্রবার সন্ধায় শ্রীনগর এম,রহমান শপিং কমপ্লেক্সে এই শুভেচ্ছা বিনিময় হয়। এসময় এমপি মাহী বি.চৌধুরী ও শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের হাতে ফুলের তোরা তুলে দেন শ্রীনগর প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েল সহ অন্যান্য সদস্যরা। 

এসময় উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু, বিকল্পধারার নেতা জিল্লুর রহমান, মোঃ আলমগীর, আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ।

পরে রাত ৭টার দিকে প্রেস ক্লাবের সদস্যবৃন্দ শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ও রাত সাড়ে ৭টার দিকে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিয়ম করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত