মামলা-মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা চেয়ারম্যান মোস্তফা খানের
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২, ১২:৩৪ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬
মামলা, মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা দিয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহন করলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা খান।
সোমবার (০৩ জানুয়ারি) সকাল দশটায়, কাইচাইল ইউনিয়ন পরিষদ আয়োজিত নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের গণসংবর্ধনা অনুষ্ঠানে এমন ঘোষণা দেন চেয়ারম্যান মোস্তফা খান। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও আগত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয় ইউনিয়নের সর্বস্তরের জনগন।
সংবর্ধনা অনুষ্ঠানটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুস সরকারের সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সহ উপজেলা ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত