মাদারীপুর-২ আসনের বিএনপি’র মনোনয়ন বাতিলের দাবিতে মশাল নিয়ে বিক্ষোভ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৩
মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী জাহানের বিএনপি’র মনোনয়ন বাতিল করে হেলেন জেরীন খানকে মনোনয়ন দেয়ার দাবিতে মশাল নিয়ে বিক্ষোভ করেছে হেলেন জেরিন খানের সমর্থকরা। শুক্রবার সন্ধ্যায় জেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় মশাল নিয়ে প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা অভিযোগ করেন বলেন, মাদারীপুর-২ আসনে যাকে মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এমতাবস্থায় তার মনোনয়ন বাতিল করে সৎ ও যোগ্য প্রার্থী হেলেন জেরীন খানকে মনোনয়ন প্রদানের দাবি করা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা বিএনপি’র সদস্য ভিপি সরোয়ার হোসেন, কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত