মাদারীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে টেবিল ফ্যান বিষ্ফোরনে আগুন

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৬ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ০১:২৪

মাদারীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে টেবিল ফ্যান বিষ্ফোরনে আগুন লেগেছে তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

জানাগেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট  সদর হাসপাতালের ৫ম তলার শিশু ওয়ার্ডে সদর উপজেলার ত্রিভাগদী গ্রামের রুমা আক্তারেরর শিশু রোগী প্রচন্ড গরমের কারনে ওয়ার্ডের সিলিং ফ্যানে বাতাস বেশি না হওয়ায় বাইরে থেকে একটি টেবিল ফ্যান এনে ব্যবহার করে।
ফ্যানের ত্রুটি থেকে আগুন লেগে বেড, মশারি, বাচ্চাসহ তার জামাকাপড় পুড়ে যায়। পরে অন্য এক রোগী এসে আগুন নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ওই শিশু রোগীর বাবা আসাদুল্লাহ জানান, ভোর বেলা আগুন লাগার পর জরুরি বিভাগের সামনে ফায়ার এক্সটিঙ্গুশ এনে আগুন নিভাতে সক্ষম হই। তিনি আরও জানান, এখানে পর্যাপ্ত পরিমাণে ফায়ার এক্সটিঙ্গুশ নাই। যা আছে শতকরা ৮০ ভাগ নষ্ট এবং মেয়াদ উত্তীর্ণ। তবে বেশি কিছু ক্ষতি হয় নাই শুধু ম্যাট্রেস পুড়েছে।

হাসপাতালের নার্স ইতু বৈরাগী জানান, আমরা সবাইকে মৌখিক ভাবে জানিয়েছিলাম কোন চার্জার বা টেবিল ফ্যান ব্যবহার করা যাবে না। আমরা নতুন করে নোটিশ টানিয়েছি এসব বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার নিষেধ করেছি।

মাদারীপুর সদর হাসপাতালের  সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান বলেন, শিশু ওয়ার্ডের উপরে সিলিং ফ্যান থাকার পরও এক রোগী নিম্নমানের একটি টেবিল এনে ব্যবহার করার ফলে ভোর বেলা আগুন লাগে। আল্লাহর রহমতে বড় ধরণের ক্ষতি হয় নাই। শুধুমাত্র বেড ও মশারি পুড়ে গেছে। অন্য এক রোগী থাকায় তিনি অগ্নি নির্বাপন মেশিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এছাড়াও ফায়ার সার্ভিসের লোকজন এসে দেখেছে। কোন সমস্যা নাই। ভবিষ্যতে আমরা সবাইকে সতর্ক করে দিয়েছি এবং এসব ফ্যান চার্জার হিটার ব্যবহার করার বিষয়ে সতর্ক নোটিশ টাঙ্গিয়ে দিয়েছি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত