মাদারীপুরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ১৭:২৮ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার শাহাদাত ঘরামী হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ আগস্ট) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলাতুল ফেরদৌস এই আদেশ প্রদান করেন। এ সময় অভিযুক্তরা পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না। মামলার এজাহারে জানা যায়, ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর রাতে মোটরসাইকেল চালক শাহাদাত ঘরামীকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রাম থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তাকে মোটরসাইকেল ভাড়া নেয়ার কথা বলে ডেকে নেয় অভিযুক্ত ফজলে, সেন্টু ও মিরাজ। এরপর তারা মাদারীপুরের মস্তফাপুর এলাকায় নির্জন স্থানে এনে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর মাদারীপুর সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার ২ দিন পরে নিহতের পিতা মোকসেদ ঘরামী মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন।
শাহাদাতকে খুনের ঘটনার দোষী সাব্যস্ত হওয়ায় ৩ অভিযুক্তকে মৃত্যুদন্ডের আদেশ এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করেছেন আদালত। অভিযুক্ত ৩ জনই বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। মাদারীপুর জজ কোর্টের পিপি সিদ্দিক সিং ঘটনা সততা স্বীকার করে বলেন, রাষ্ট্রপক্ষ এ আদেশে সন্তুষ্ট। আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে পেরেছি আসামিরা ভিকটিমকে খুন করেছে। এদিকে মামলার বাদি শাহাদাতের পিতা মোকসেদ ঘরামী আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা চাই আদালত দ্রুত আদেশ কার্যকর করুক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত