মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত 

  শফিক স্বপন,মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ১৮:১১ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭

মাদারীপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার মোড়ে স্কুল ছাত্র নাঈম ফরাজী (১৫) ও জনি ফরাজী (১৫) মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী খাদে পড়ে যায়। আহত অবস্থায় তাদের মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া পথে নাঈম ফরাজী  এবং গুরুত্বর আহত অবস্থায় জনি ফরাজী মাদারীপুর সদর হাসপাতাল থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

নিহত নাঈম ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের জালাল ফরাজী এবং জনি ফরাজী একই গ্রামের জহির ফরাজীর ছেলে। নিহত দুইজনেই জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা মাদারীপুর সদর উপজেলার চাছার এলাকায় দুই স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত