মাদারীপুরে মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার

  এসআর শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১৭:৩৪ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫

মাদারীপুরে মানব পাচার চক্রের সদস্য  সোহাগ হাওলাদারকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। মাদারীপুর মডেল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে  মাদারীপুর সদর উপজেলার পুর্ব কালিকাপুর এলাকা থেকে ওই  গ্রামের বাদশা হাওলাদারের ছেলে মানব পাচার মামলায় পাচার চক্রের সদস্য সোহাগ হাওরাদারকে আটক করে।

মামলার বিবরণে জানা যায়, গত ৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মজিবর সরদারের ছেলে রুবেল সরদারের কাছ থেকে ইতালি নেওয়ার কথা বলে কয়েক দফায় মোট ২২ লাখ টাকা নেন সোহাগ হাওলাদার ও তার বাবা। সোহাগ  টাকা নিয়ে প্রতারণা করে বিদেশ না পাঠিয়ে দীর্ঘদিন যাবৎ তালবাহানা করে । রুবেল সরদার তার টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করায় ৫ অক্টোবর মাদারীপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করে রুবেল। মামলায় অভিযুক্ত হিসেবে আসামি করা হয় সোহাগ হাওলাদার ও তার বাবা বাদশা হাওলাদার ও তার ভাই সাগর হাওলাদারকে। মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে বৃহস্পতিবার রাতে সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, সোহাগের বিরুদ্ধে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত