মাদারীপুরে ব্যাংকে গ্রাহকের টাকা ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেফতার
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৬ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭
মাদারীপুরের রাজৈরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গ্রাহকের টাকা ছিনতাইয়ের ঘটনার মূলহোতা মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে র্যাব-পুলিশ পরিচয়ে ব্যাংকের ভেতরে ও বাইরে বসে এই কার্যক্রম চালানো আরো ৬ সদস্যের নাম পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। বাচ্চুকে গ্রেফতারের পর বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মাসুদ আলম খান।
এদিকে আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের নারীসহ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ সুপার জানান, মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরের বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গ্রাহকের টাকা ছিনতাই করে চক্রটি। র্যাব-পুলিশ পরিচয়ে প্রথমে প্রাইভেটকারে তোলা হয় গ্রাহককে। পরে টাকা নিয়ে হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কে গ্রাহককে ফেলে রাখা হয়। গত ১৩ আগস্ট শিবপুরের আল মুমিন মোল্লার কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার পর তদন্তে নামে পুলিশ। বাচ্চুকে বরিশালের উজিরপুরের মালিকান্দা গ্রামের নিজবাড়ি থেকে গ্রেফতারের পর পুলিশের কাছে পুরো ঘটনার ভয়ংকর তথ্য দেয় সে। গ্রেফতার বাচ্চু দীর্ঘদিন ধরে এমন অপরাধের সাথে জড়িত। বিভিন্ন মামলায় গ্রেফতারের জামিনে বেরিয়ে এসে আবারো একই কাজ করছে বার বার। তার বিরুদ্ধে রয়েছে ডজনখানেক মামলা। এদিকে যাত্রীবেশে চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় নারীসহ ৫ জনকে ফরিদপুরের ভাঙ্গা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় দুটি ইজিবাইক ও মালামাল।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত