মাদারীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

  এসআর শফিক স্বপন , মাদারীপুরঃ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১৯:১৮ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:৪৯

মাদারীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস  উপলক্ষ্যে মাদারীপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী সরদার শামসুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরের  জেলা প্রশাসক মোসাঃ ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মনির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (শিবচর) শামিমা নাসরিন, সহকারী প্রকৌশলী (কালকিনি) আমিনুল ইসলাম প্রমুখ।  উপসহকারী প্রকৌশলী মোঃ লিমন হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ তুহিন হোসেন, গোলাম মোরশেদ, মামুনুর রহমান সুমন। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দিয়ে জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়ার বিভিন্ন কার্যকারিতা দিক তুলে ধরেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী সরদার শামসুল আলম। মাদারীপুর  জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মনির আহমেদ খান বলেন, ডায়রিয়াসহ নানা প্রকার রোগ থেকে বাঁচতে আমাদের হাত ধোঁয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। 

প্রধান অতিথি জেলা প্রশাসক মোসাঃ ইয়াসমিন আক্তার বলেন, আমাদের শিক্ষার্থীদের ও গ্রামের সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করতে হবে। না হলে আমাদের লক্ষ পূরণ হবে না। কারণ আমাদের শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ স্যানেটারি বিষয়ে কম জানেন। তাই প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় গুলতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাত ধোঁয়ার উপকারিতার তুলে ধরা উচিত। সকলকে সতর্ক করাই আমাদের মূল লক্ষ্য।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত