মাদারীপুরে প্রধানমন্ত্রীর ১০ প্রকল্প বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ মহিলা সমাবেশ

  শফিক স্বপন,মাদারীপুর:

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১৯:২৪ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:২৭

মাদারীপুরে প্রধানমন্ত্রীর ১০ প্রকল্প বাস্তবায়নে উদ্বুদ্ধকরণে গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করণ শীর্ষক প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যেগ সরকারের বিভিন্ন সেক্টরের অর্জিত সাফল্য সমূহ, সাম্প্রদায়িকতা, প্রতিহিংসা ও অপরাজনীতি, অপপ্রচার,গুজব,বাল্য বিবাহ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যেগে মঙ্গলবার বিকেলে মাদারীপুর আড়িয়াল খা নদেও পাড়ে দরগাহ শরীফ কলোনী মাঠে প্রধানমন্ত্রীর ১০ প্রকল্প বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ মহিলা সমাবেশ এ প্রধান অতিথি হিসেবে উডস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়্দা। 

মাদারীপুর জেলা তথ্য অফিসার মো: রিয়াদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারী পরিচালক মো: মুহিদ উদ্দিন মোল্লা,মাদারীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা সালমা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসার প্রমুখ।  অনুষ্ঠানে নারীদের প্রধান মন্ত্রীর ১০ প্রকল্প বাস্তবায়নের জন্য উপস্থিত  সকলকের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত