মাদারীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৭ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:০৪

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে হুজায়ফা (৮) ও হামীম (৯) বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি এলাকায় পুরাতন পদ্মা নদীর উপর নির্মিত  আমজাদ উকিল সেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিহত হুজায়ফা ওই এলাকায় সুরুজ মুন্সী ছেলে ও হামীম একই এলাকার পাকের আলী মোল্লার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে ওই এলাকার ৭/৮ জন শিশু গোসল করতে যায়। এসময় সবাই মিলে নদীতে সাঁতার দিয়ে সেতুর মাঝামাঝি পিলারের দিকে যায়। এসময় হুজায়ফা ও হামীম পানির নিচে ডুবে যায়।পরে অন্য শিশুরা স্থানীয় লোকজনকে খবর দিলে তারা প্রথমে হুজায়ফাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রায় আধাঘন্টা চেষ্টা করে হামীমকেও মুমূর্ষু অবস্থা উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত