মাদারীপুরে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১৪:৩০ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০১:০৫
আজ বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মাদারীপুরে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইমাম ও বিদেশগামী কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারো ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত