মাদারীপুরে নদী দখলকারী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৪ সাংবাদিক আহত
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৪ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:৩৫
মাদারীপুরে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধিসহ ৪ জন সাংবাদিকদের উপর হামলা করে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কুমার নদ দখলকারী দুস্কৃতকারীরা। দুপুর সাড়ে ১২ টার দিকে মাদারীপুরের বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
কুমার নদ দখল করে স্থাপনা করার সংবাদ সংগ্রহ করতে একুশে টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম পলাশসহ জেলায় কর্মরত ৪জন সাংবাদিক মাদারীপুরের বিসিক এলাকার স-মিল এলাকায় যায়। তারা নদী দখলের ভিডিও নিতে গেলে স্থানীয় মাহাবুরসহ ৪ পাঁচজনের নেতৃত্বে আরও ৮/১০ এসে কি করছি জানতে চায়। সাংবাদিকরা নদী দখলের উপর নিউজ করার কথা বললে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের উপর হামলা চালায়। সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সেই স্থান থেকে সাংবাদিকরা কৌশলে বের হয়ে এসে মাদারীপুর থানায় যায়। সেখানে মৌখিকভাবে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী লিখিত অভিযোগ করতে বললে লিখিত অভিযোগ দেয়া হয়।
মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত