মাদারীপুরে দেরিতে হলেও জমে উঠেছে ইফতারি বাজার
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১৮:৫৫ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২০:০৮
পবিত্র রমজানের প্রথম দিন থেকেই জমে উঠেছে মাদারীপুর জেলার ৪ টি উপজেলা ও ১ টি থানার বাজার গুলোতে ইফতারি বাজার।রহমতের ১০ দিনপর মাগফেরাতের শুরু থেকেই অনেক দোকানীরা পসরা সাজিয়ের ইফতারি তৈরি করে বিক্রি করতে শুরু করেছে।
মাদারীপুর সদর, রাজৈর, শিবচর, রাজৈর উপজেলা ও ডাসার থানার বিভিন্ন হাট বাজার কিংবা রাস্তার মোরে ইফতারি তৈরির দোকান চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে জমজমাট হয়েছে এনব ইফতারি দোকানেকেনাবেচা। করোনার কারণে গত দুই বছর ইফতারির আয়োজন সেভাবে না হলেও এবার পরিস্থিতি স্বাভাবিক। প্রচলিত ইফতারির পাশাপাশি নানান স্বাদের বাহারি আয়োজন সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বাহারি এসব ইফতারির স্বাদ নিতে দুপুরেই দূর-দূরান্ত থেকে ভোজনবিলাসীরা ছুটে এসেছে বাহারী ইফতারি দোকানে ।
এছাড়া দুপুরের পর পরই স্থায়ী হোটেল-রেস্তোরাঁ থেকে ফুটপাতের অস্থায়ী ও ভ্রাম্যমাণ ইফতার দোকান জমে উঠছে। এসব দোকানে ছোলা, আলুর চপ, বেগুনি, জিলাপি, বুরিন্দা, হালিম ইত্যাদি ঐতিহ্যবাহী দেশীয় ইফতারি পাওয়া যাচ্ছে এসব দোকানে।
মাদারীপুর শহরের মায়ের দোয়া রেস্টুরেন্টে এর মালিক আঃ ওয়াহেদ মুন্সি বলেন বর্তমানে জিনিস পত্রি দাম বেশি হওয়ায় ইফতারি তৈরি করে তেমন লাভ হচ্ছে না৷ তারপরও মুসলমানদের প্রিয় ইফতারেরকথা চিন্তা করে কস্ট হলেও ইফতারি তৈরি করে বিক্রি করছি।
না্ঈম রেস্টুরেন্টের মালিক বাচ্চু হাওলাদার বলেন করোনারপর এ বছর বেচা কেনা মোটামুটি হচ্ছে। এখন আর আগের মতো ক্রেতা পাওয়া যায় না, তারপর রোযায় ইফতারি তৈরি করে বিক্রি না করলে মনে তৃপ্তি পাই না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত