মাদারীপুরে দু:স্থ্য অসহায়দের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১৬:১৩ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪০
মাদারীপুরে মঙ্গলবার সকালে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যেগে সমিতির অস্থায়ী কার্যালয়ে দু:স্থ্য অসহায় ও গরীব সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার বিশ্বাস)।
বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি মো: মোখলেচুর রহমানের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদারীপুরের সহকারী কমিশনার আব্দুল্লাহ্ আবু জাহের, বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুর রউফ, সহ সভাপতি নেছার উদ্দিন হাওলাদার, সহ সভাপতি মো: ইদ্রিস আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৪০ জন দু:স্থ্য অসহায় ও গরীব সদস্যদের মাঝে শীতাবস্ত্র বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত