মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধ এবং কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি উন্নয়ন সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৩ আগস্ট ২০২৩, ১৩:৪৪ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
ডেঙ্গু প্রতিরোধ এবং বিশ্ব ব্যাংক সহায়তাপুষ্ট লোকাল গভারমেন্ট কোভিক-১৯ রেসপন্স এন্ড রিকভারি শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ এর যুগ্ম সচিব হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মাদারীপুরের উপ পরিচালক মো: নজরুল ইসলাম,মাদারীপুরের সিভল সার্জন ডা: মো: মুনীর আহমদ খান,মাদারীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামান, মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা: হরষিত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস। অনুষ্ঠানে মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেের প্রধান, সাংবাদিক,বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান ও মাদারীপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত