মাদারীপুরে ডাঃ আবদুল বারি’র শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  শফিক স্বপন,মাদারীপুর:

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ১৮:৩৬ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১২:১৫

মাদারীপুরে শনিবার বাদ আসর মিলগেট পৌর কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শের সৈনিক ও মনে প্রাণে অসাস্প্রাদায়িক, ‘৬৯-এর গণ-আন্দোলনে ঢাকার রাজপথের অন্যতম সংগ্রামী নেতা, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ, বিএমএ মাদারীপুর জেলার সভাপতি, স্বাচিপ, মাদারীপুর জেলার সাবেক সভাপতি, বিশিষ্ট চক্ষু চিকিৎসক গরীবের ডাক্তার খ্যাত ও ইতিহাস গবেষক বহুমুখী প্রতিভার অধিকারী জেলার গুনিব্যক্তিত্ব ডাঃ আবদুল বারি (৭৭) এর শোক সভা ও দোয়া মাহফিল। 

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজাদ মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খালিদ হোসেন ইয়াদ প্রমুখ। পরে ডাঃ আবদুল বারির রুহের মাগফেরাত করে দোয়া অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য গত ২৭ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধা সোয়া ৭টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৭দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ইন্তেকাল করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত