মাদারীপুরে জামাত শিবিরের কর্মী সন্দেহে ৩ জন আটক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৩, ১৮:২১ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯
মাদারীপুরে জামাত শিবিরের কর্মী সন্দেহে ৩ জন আটক করেছে মাদারীপুর থানা পুলিশ। শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার সময় মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।
মাদারপুর সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জিনিয়াস ক্লাব নামক একটি সামাজিক সংগঠনের ব্যানারে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য কয়েক সাধারণ শিক্ষার্থী কার্যক্রম পরিচালনা করছিল । ছাত্রলীগের কয়েকজন কর্মী শনিবার ছুটির দিন কলেজ বন্ধ থাকায় ক্যাম্পাস চত্বরে কয়েকজন শিক্ষার্থীকে একাদশ শ্রেণীর ছাত্রদের সঙ্গে জটলা দেখে পুলিশকে খবর দেয়। পরে মাদারীপুর সদর মডেল থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ এসে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ মানসুর, একই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো. হামিম মোল্লা এবং একই বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান।আটককৃতরা প্রত্যেকেই মাদারীপুর সরকারি কলেজের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে।
এ বিষয়ে সদর থানার এসআই কামাল হোসেন বলেন, ফোনে খবর পেয় আমরা মাদারীপুর সরকারি কলেজ চত্বর থেকে তিনজনকে আটক করি। ‘জিনিয়াস ক্লাব’ নামক একটি সংগঠনের কার্যক্রম করছিল এরা। আমরা তাদের আটক করে থানায় নিয়ে আসি। তবে তাদের কাছ থেকে আপত্তিকর কোনো কিছু পাওয়া যায়নি।
এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, সন্দেহজনকভাবে আমরা তাদের আটক করেছি। বর্তমানে তারা হাজতে আছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত