মাদারীপুরে ছাত্রলীগ নেতার শোকসভায় বাহাউদ্দিন নাছিম
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২২, ১৯:২৪ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১৫
সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণকারী মাদারীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম লিংকনের শোকসভা হাজার-হাজার মানুষের জনসভায় পরিণত হয়।
রবিবার বিকালে মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অংগনে মাদারীপুর জেলা ছাত্রলীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দিন নাসিম, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী এম, পি, মদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর পৌর আওয়ামীলীগ সভাপতি আকবর হাওলাদার, সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও শোক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্রলীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি জাহিদ হোসেন অনীক, সাধারন সম্পাদক বায়োজীদ হাওলাদার। শোকসভা শেষে মহান রব্বুল আলামিনের কাছে লিংকনের আত্মার শান্তি কামনায় এক দোয়ার আয়োজন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত