মাদারীপুরে চতুর্থ ধাপে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ২১:০৭ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৮
চতুর্থ ধাপে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়, বুধবার সকাল-১০ টায়, শিবচর উপজেলার তিনটি ও রাজৈর উপজেলার ছয়টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শপথ গ্রহণ করেন শিবচর উপজেলার তিনটি ভদ্রাসন ইউনিয়নে আব্দুল রহিম বেপারী ,সন্ন্যাসীরচর ইউনিয়নে আব্দুল রউফ হাওলাদার, উমেদপুর ইউনিয়নের মোঃ নূরুজ্জামান জামান মুন্সী ও রাজৈর উপজেলার ছয়টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান কবিরাজপুর ইউনিয়নের টিপু সুলতান ,হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নে মোঃ রেজাউল করিম ,ইশিবপুর ইউনিয়নে মোঃ মোশারফ মোল্লা, পাইকপাড়া ইউনিয়নের মোঃ শাহজাহান মোল্লা, কদমবাড়ি ইউনিয়নে -বিধান বিশ্বাস ও বাজিতপুর ইউনিয়নে আঃ হালিম ফকির।
নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ অনুষ্ঠানের পর ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত