মাদারীপুরে ক্রিকেট লিগের ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশ: ৬ মে ২০২২, ২১:৫১ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২০:০২
মাদারীপুর এ.আর হাওলাদার জুট মিল মাঠে শুক্রবার বিকেলে ল্যাংকাশায়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ক্রিকেট লীগের ফাইনাল খেলার সমাপ্তি হয়েছে। ফাইনাল খেলায় এম.এ ট্রেডার্স ৪৫ রানে বাগেরপাড় ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেট লীগে মোট ২৪টি দল অংশ গ্রহণ করে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌমন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. ওবাইদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজী, মাদারীপুর ফুটবল সোসিয়েশনের সভাপতি গোলাম কবির, ল্যাংকাশায়ার ক্লাবের সভাপতি রুপস খান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম লিটন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত