মাদারীপুরে কাবাডি ও দাবা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

  মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ১৮:৩৪ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১

মাদারীপুরে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ইউ আই স্কুল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম।

জানা যায়, কাবাডি প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এতে আলহাজ্ব আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ইউ আই সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া দাবা প্রতিযোগিতায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউ আই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম মুন্সি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যরা।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন বলেন, তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চার হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত