মাদারীপুরে আখ চাষে কম খরচে অধিক লাভ

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১১:৫১ |  আপডেট  : ৫ নভেম্বর ২০২৫, ১৭:১৫

মাদারীপুরে কম খরচে অধিক লাভবান হওয়ায় আখ চাষে আগ্রহ বাড়ছে। একসময়ে মাদারীপুর জেলায় প্রচুর পরিমান আখ চাষ হলেও দীর্ঘমেয়াদী ফসল হওয়ায় আখ আগ্রহ হারিয়ে ছিল জেলার কৃষকরা। কিন্তু গত কয়েক বছরের ধান, পাট ও ডাল জাতীয় ফসল চাষে উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্য দাম পাওয়া নিয়ে শংকা ও প্রাকৃতিক দুর্যোগে ফসলহানী হওয়া এবং আখ চাষে ঝুঁকি কম ও দাম ভালো পাওয়ায় মাদারীপুর জেলার রাজৈর.শিবচর,কালকিনি, ডাসার ও সদর উপজেলার কৃষকদের আগ্রহ বাড়ছে আখ চাষে। অপরদিকে লাভবান এ ফসল ফলাতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
জানাগেছে, মাদারীপুর জেলায় বিভিন্ন এলাকায় ধান, পাটসহ বিভিন্ন রবি ফসল উৎপাদনে খরচ বেশি, বাজারে মূল্য কম ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কম থাকায় আখ চাষ শুরু করেছে মাদারীপুরের কৃষক। প্রাকৃতিক দুর্যোগে আখের ফলন নষ্ট হওয়ার খরচের প্রায় তিনগুণ লাভ হওয়ায় আখ চাষে ঝুঁকছে কৃষকরা। চলতি বছর মাদারীপুর জেলার ৫টি উপজেলায় ৪শ একর জমিতে আখ চাষ শুরু করেছে কৃষকরা। মাদারীপুর সদর উপজেলা ছিলারচর গ্রামের আখচাষী সাজেম মাতুব্বর
জানান, ২৫ হাজার টাকার আখ চাষ করে ৪ লাখ টাকা লাভ হয়েছে আখ চাষে লাভবান হওয়ায় বেজায় খুশি তিনি।
কালকিনি উপজেলার শিকার মঙ্গল গ্রামের সাহাবুদ্দিন আকন জানান, আগে আমি জমিতে পাট, কলই সরিয়া লাগাতাম। এত অনেক কষ্ট হতো পরিচর্যা কনতে হিমশিম খেতে হতো। আখ লাগিয়ে তেন কোন কঠোর পরিশ্রম না করে আমি আখ বিভিন্ন হাটে বিক্রি করে ছেলেপুলে নিয়ে ভালোই আছি।
স্থানীয় কৃষকরা জানান, গত বছরের তুলনায় এ বছর আখে রোগ-বালাই কম হচ্ছে। অন্যান্য ফসলের থেকে আখের আবাদ ভালো হওয়াতে তারা আখের আবাদ করেন। মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. রহিমা খাতুন জানান, মাদারীপুরে আখ চাষের নতুন সম্ভাবনা দেখা দেওয়ায় জেলার অধিকাংশ কৃষক এ মওসুমে আক চাষের সাথে নিজেদেরও নিয়োজিত রাখেন। তাছাড়া মাদারীপুরের বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সুগার মিল না থাকলেও আখ ও গুড় উৎপাদনে সক্রিয় জেলার কৃষকরা । তাছাড়া আখ চাষে মাদারীপুর জেলার কৃষকদের পরামর্শ দেওয়া হয়। ফলে তারা আখ চাষ করে গুড় তৈরি ও খুচরা বিক্রি করে লাভবান হচ্ছেন।

মাদারীপুরে আখ চাষে সম্ভাবনা থাকায় ভবিষ্যতে কৃষি বিভাগ কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রনোদনা দিয়ে আখ চাষে আরও বেশি সম্প্রসারিত করবে এমনটাই প্রত্যাশা প্রান্তিক চাষীদের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত