পঞ্চগড়ে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১৭:১৯ |  আপডেট  : ৫ নভেম্বর ২০২৫, ১৯:২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এ ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে আটোয়ারী থানায় অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দীনকে আসামি করে মামলা আনয়ন করেছে।বুধবার দুপুরে আটোয়ারী উপজেলার প্রেসক্লাব সড়কের সামনে এই অবরোধ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থী ও স্থানীয়রা। এর আগে বিক্ষুব্ধ হয়ে তারা বিদ্যালয় মাঠে অবস্থান নেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ২ নভেম্বর আটোয়ারী উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ে যৌন নিপীড়নের ঘটনা ঘটে। এ বিষয়ে বিচার চেয়ে শিক্ষার্থীর মা একটি লিখিত অভিযোগ দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বরাবরে। অভিযোগে  বলা হয় পরদিন ভিকটিমের মা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে না পেয়ে অন্য শিক্ষককে বিষয়টি জানায়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক  পরিমল চন্দ্র রায় জানান আমি গতকাল বিকেলে মেয়ের মা আমার কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করেন। আমি সেটি পাওয়ার পর এ বিষয়ে আমি একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দিয়েছি। তবে এ বিষয়ে অভিযুক্ত  নাসির উদ্দীনের মুঠো ফোনে কল দিলে তিনি পরে কথা বলবো বলে ফোন লাইন কেটে দেন।

লিখিত অভিযোগ সূুত্রে  জানা যায় ঘটনার দিন ভিকটিম শ্রেনী কক্ষে পিছনের বেঞ্চে একা বসে। এ সুযোগে সহকারী শিক্ষক (আইসিটি) নাসির উদ্দীন তার শরীরে স্পকাতর স্থানে হাত দেয়। এরপর বাড়িতে গিয়ে তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেয়। এমন ঘটনার পর এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করে। সরজমিনে গেলে স্থানীয়দের অনেকে জানায় একজন প্রভাবশালী নামধারী নেতা বিষয়টি ধাপাচাপা দিতে মোট অঙ্কের টাকা নেয়। 

এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার জানান, বিক্ষোভ ও সড়ক অবরোধের পর অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দীনকে আসামি করে ভিকটিমের মা একটি অভিযোগ পত্র দিয়েছে ‘আমরা অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করেছি।’ সার্ভার সমস্যা কেটে গেলে ওই অভিযোগটি মামলা  হিসেবে গন্য হবে।’ এর পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত