মাদারীপুরে আওয়ামীলীগের লগি বৈঠার নির্যাতনে নিহতদের স্মরণে জামায়াতে ইসলামী আলোচনা অনুষ্ঠিত 

  এসআর শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১৭:৪১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৩৫

মাদারীপুর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে শুক্রবার(২৫ অক্টোবর) সকালে আওয়ামীলীগের ২০০৬ সালে লগি বৈঠার হত্যা কান্ডের নিহতদের স্মরনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর  পৌরসভা শাখার উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর  পৌরসভা শাখার সভাপতি  মোঃ আলমগীর হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ  জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য এ্যাডভোকেট আজমল হোসাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর পৌরসভা শাখার সাধারন সম্পাদক নজরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর  জেলা আমীর মাওলানা আব্দুস  ছোবাহান খান,মাদারীপুর  জেলা  সেক্রেটারি  মোঃ  মোখলেছুর রহমান, পৌরসভা নায়েবে আমীর আ: রহিম,বাংলাদেশ ছাত্র শিবির এর মাদারীপুর জেলা শাখার সভাপতি ছাইদ হাসান প্রমুখ।

সভায় বক্তারা, স্বৈরচারী আওয়াীলীগ ও তার দোসররা ২০০৬ সালে ঢাকার রাজপথে লগি বৈঠা দিয়ে নৃশংষভাবে জামায়াতের নেতাকর্মীদের উপর অত্যাচার করে নিহত ও আহত করেছেন সেইসব সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান। অনুষ্ঠানে মাদারীপুর,ফরিদপুর,শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার জামায়াতের নেতা কর্মী উপস্থিত ছিলেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত